পরিচয়

লেখক সম্পর্কে

দেশ-বিদেশের গল্পের বই ও রবীন্দ্র সঙ্গীতের প্রশিক্ষণের মাধ্যমে অংকুরেই সৃজনশীল জগতে যাপন শুরু হয় মাহরীন ফেরদৌসের। মাঝে নিত্যনৈমিত্তিক নানা বাস্তবতা ও প্রচলিত শিক্ষাজীবনের কারণে দীর্ঘ বিরতি। এরপর বাংলা কমিউনিটি ব্লগের স্বর্ণযুগে মূলত লেখালেখির হাতেখড়ি, সাহিত্য চর্চা এবং বই প্রকাশ। ব্যবসায় শিক্ষা ও হিসাববিদ্যায় পড়ালেখা করলেও শিল্প-সাহিত্যের দোরগোড়ায় তাকে ফিরে আসতে হয়েছে নিয়ত। ভালোবাসেন- বই পড়তে, লিখতে, পুরানো জাদুঘর, প্রার্থনাঘর ও পাঠাগার ঘুরে বেড়াতে। পছন্দের বিষয়- ইতিহাস, দর্শন, উপকথা ও গল্প। বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যানসাসে তাঁর বসবাস।

প্রকাশিত বই –
গল্পগুলো বাড়ি গেছে (গল্পগ্রন্থ)
কাচবন্দি সিম্ফনি (গল্পগ্রন্থ)
সাদা পালকের নির্জনতা (উপন্যাস)