আর প্রিয়তম ভিনসেন্ট আসলে হলুদ রঙে এঁকেছিল কাকে…
কিন্তু এইসব কিচ্ছু না জানিয়ে মাথার ভেতরের আস্ত এক শহর বাঁচানোর নামে মার্গট হারালো গোলকধাঁধায়। প্রিয়জন খুঁজতে গিয়ে হারালো আঙুল। দস্তয়ভস্কি যেমন বলেছিল, “মানুষ যাকে আবিষ্কার করেছিল, তার দ্বারাই হয়েছিল পরিত্যক্ত” ঠিক তেমন।